Header Ads

মিজানুর রহমান আজহারীর জীবন পরিচয় ও সাফল্য গাথা


মিজানুর রহমান আজহারী, বর্তমান বাংলাদেশ সহ বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষদের কাছে একজন অতি পরিচিত ব্যক্তি। ইসলাম প্রচার ও মানুষকে সঠিক পথের দিশা দিতে তিনি ঘুরে বেড়িয়েছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। নানা আলোচনা ও সমালোচনার মধ্য দিয়ে বর্তমানে তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় ব্যক্তি। মাহফিলের মাঠ থেকে শুরু করে টিভি, ফেসবুক, ইউটিউব সহ সকল মিডিয়ায় তিনি একজন পরিচিত মুখ। মিজানুর রহমান আজহারী সম্পর্কে এবং তার পরিচয় সম্পর্কে অনেক ভুল তথ্য আমাদের দেশে প্রচলিত আছে। আজকে আমি আপনাদের জানাবো আজহারী পরিপূর্ণ জীবন এবং  তার কর্মময় জীবনের সাফল্যগাথা। 

মিজানুর রহমান আজহারীর পরিচয়:



বহুল আলোচিত এই ব্যক্তির মূল নাম মিজানুর রহমান, তবে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে নিজের নামের সাথে আজহারী উপাধী সংযোগ করে নেন। ১৯৯০ সালের ২৬ জানুয়ারী তিনি ঢাকার ডেমরায় জন্ম গ্রহণ করেন, তবে তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে আজহারীর বাবা ছিলেন একজন মাদরাসার শিক্ষক তার পরিবারে মা-বাবা ছাড়াও রয়েছে তার আরেক ভাই

তার শিক্ষা জীবনের প্রথম প্রাতিষ্ঠানিক স্বীকৃতিটি আসে ঢাকার ড্যামরায় অবস্থিত দারুজ্জান্নাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে। ২০০৪ সালে তিনি এই মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় জিপিএ পেয়ে উত্তীর্ণ হন এবং ২০০৬ সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ সহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মেরিট লিস্টে জায়গা করে নেন  ২০০৭ সালে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশর সরকারের শিক্ষা বৃত্তি পরীক্ষায় তিনি কয়েক হাজার কওমি আলিয়া মাদ্রাসার ছাত্রদের মধ্যে প্রথম স্থান অধিকার করে মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্রাজুয়েট করার সুযোগ পান।

সেখান থেকে তিনি ডিপার্টমেন্ট অফ তাফসির এন্ড কুরাআনিক সাইন্স হতে ২০১২ সালে ৮০ পার্সেন্ট সিজিপিএ নিয়ে অনার্স ডিগ্রী লাভ করেন মিশরে বছর শিক্ষাজীবন অতিবাহিত করার পর তিনি মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোষ্ট-গ্রাজুয়েসান, এমফিল এবং পিএইচ ডি করার সিদ্ধান্ত নেন ২০১৩ সালে তিনি মালয়েশিয়া গমন করেন এবং উক্ত বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ কোরআন এন্ড সুন্নাহ স্টাডিজ থেকে ২০১৬ সালের মধ্যে পোস্ট-গ্রাজুয়েশন এবং এমফিল শেষ করেন

এমফিল তার গবেষণার বিষয়বস্তু ছিল হিউম্যান এম্ব্রয়লজি ইন দা হোলি কুরআন বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ে হিউম্যান বেহাভিয়ারেল ক্যারেক্টারইসটিক্স ইন দা হোলি কুরআন অ্যান্ড  অ্যানালিটিক্যাল স্টাডি এর উপরে পিএইসডি গবেষণা করছেন তার এমফিল এবং পিএইচডি গবেষণার মাধ্যম ইংরেজি হওয়ায় তিনি বাংলা ও ইংরেজি দুই ভাষায় সমান পারদর্শী

মিজানুর রহমান আজহারী ২০১৪ সালের ২৯ শে জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে তার দুটি কন্যা সন্তান রয়েছে ২০১৮ ও ২০১৯ সালে তিনি বাংলাদেশের বিভিন্ন জেলায় ইসলামী মাহফিল করে সবার নজরে আসেন। বিশেষ করে ২০১৯ সালে তার ভক্তের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পায়। তার প্রতিটি মাহফিলে ৫ লক্ষের মতো শ্রোতা অংশ গ্রহণ করেছিল। এছাড়াও ইউটিউব, ফেসবুকে তার শ্রোতার সংখ্যা কয়েক কোটি ছাড়িয়ে গিয়েছিল। ২০২০ সালের প্রথমে তিনি অজ্ঞাত কারণে বাংলাদেশ ছেড়ে আবার মালয়েশিয়াতে পাড়ি জমান। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.