Header Ads

ইমাম মাহদীর আগমন কি সন্নিকটে? বিশ্ব কি প্রস্তুত?


বিশ্বব্যাপী আলেম সমাজ ও গবেষকরা কুরআন-হাদিস পর্যালোচনা করে ধারনা করছেন ইমাম মাহদী আগমনের সময় হয়ে গেছেএমনকি প্রখ্যাত আলেম সমাজ ধারনা করছেন আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যেই ইমাম মাহদীর আগমন ঘটতে পারে


ইমাম মাহদী আগমনের পূর্ব লক্ষণ গুলো পর্যালোচনা করে দেখা গেছে সবকিছুই সমসাময়িক বা সম্প্রতি ঘটে গেছেইমাম মাহদীর আগমনের সবচেয়ে নিকট লক্ষণ যেটি অর্থাৎ যে লক্ষণটির পর ইমাম মাহদীর দ্রুত আবির্ভাব ঘটবে সেই লক্ষণটিই এবার পরিষ্কার হতে চলেছে বলে গবেষকরা ধারনা করছেন

হযরত ছওবান (রা:) থেকে বর্ণিত, রাসুল মোহাম্মদ (সা:) বলেছেন, “তোমাদের ধনভাণ্ডারের নিকট তিনজন বাদশাহ এর সন্তান যুদ্ধ করতে থাকবেকিন্তু ধনভাণ্ডার (রাজত্ব) তাদের একজনেরও হস্তগত হবে নাতারপর পূর্ব দিক থেকে কতগুলো কালো পতাকাবাহী দল আত্মপ্রকাশ করবেতারা তোমাদের সাথে এমন ঘোরতর লড়াই লড়বে, যেমনটি কোন সম্প্রদায় তাদের সঙ্গে লড়েনিতারপর আল্লাহর খলীফা মাহদির আবির্ভাব ঘটবেতোমরা যখনই তাঁকে দেখবে, তাঁর হাতে বাইয়াত নেবেযদি এজন্য তোমাদেরকে বরফের উপর দিয়ে হামাগুড়ি খেয়ে যেতে হয়, তবুও যাবে


এই হাদিসের সাথে বর্তমান আরবের অবস্থা পর্যালোচনা করলে মুসলিম সমাজ ইমাম মাহদীকে স্বাগত জানাতে অপেক্ষায় থাকতেই পারেবর্তমান আরবের বাদশাহ পরিবারের তিন ভাইয়ের প্রভাবশালী পুত্ররা ক্ষমতার দ্বন্দ্ব ও ধনসম্পদের যুদ্ধে লিপ্তএই ত্রিমুখী যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে তিন যুবরাজযারা হচ্ছেন ১. মুহাম্মদ বিন সালমান ২. মুকরিন বিন আব্দুল আজিজ ৩. মুহাম্মদ বিন নায়েফ


মূলত গত বছর সৌদি বাদশাহের ইন্তেকালের পর থেকে এই দ্বন্দ্বের সূত্রপাত ঘটেমুহাম্মদ বিন নায়েফকে ঘরে আটকে রেখে তার নিকট থেকে সকল ক্ষমতা কেড়ে নেয়া, অন্যান্য যুবরাজদের বিভিন্ন পদ থেকে অপসারণ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলো দখল করার মাধ্যমে এই সংকট আরও তীব্র হয়বর্তমানে তিন যুবরাজ তিন মেরুতে অবস্থান করছে এবং একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্তএর মধ্যে বর্তমান ক্রাউন প্রিন্স সবচেয়ে বেশি ক্ষমতাধরকৌশলে ও নিজ পিতাকে কাজে লাগিয়ে রাষ্ট্রের সকল ক্ষমতা নিজ হস্তগত করে নিয়েছেন এই যুবরাজতার আদেশে দুনীতি বিরোধী অভিযানের নামে বিরোধী পক্ষের ডজন খানেক যুবরাজকে গ্রেফতার করা হয়েছে এবং দুর্ঘটনায় এক যুবরাজের অস্বাভাবিক মৃত্যু দ্বন্দ্বকে আরও প্রকট করেছেসৌদি রাজ বংশে প্রায় ৭০০ যুবরাজ রয়েছে এবং তারা এখন প্রত্যেকে ক্ষমতাধর এই তিন যুবরাজের ছত্র ছায়ায় একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত


হাদিসে মূলত তিনটি বিষয়ের কথা বলা হয়েছে যথা ১. রাজত্ব ২. ধনসম্পদ ৩. যুদ্ধতিন ভাইয়ের যুবরাজরা যখন যুদ্ধে লিপ্ত তখনই সৌদি প্রশাসন রেকর্ড ৫০ লক্ষ কোটি মার্কিন ডলারের প্রজেক্ট হাতে নিয়েছেমূলত এই বিশাল ধন সম্পদের ব্যবহার ও ব্যবস্থাপনা এবং কর্তৃত্ব নিয়ে শুরু হয়েছে নতুন দ্বন্দ্ব ও ষড়যন্ত্রএতো বছরে রাজ পরিবারের গচ্ছিত সম্পদের পাহাড় ভাগ বাটোয়ারা নিয়ে যুবরাজরা একে অন্যের শত্রু হিসেবে দণ্ডায়মান হয়েছে


আর যুদ্ধের বিষয়টি এখন এতটাই পরিষ্কার যে ইমাম মাহদীকে হাতছানি দিয়ে ডাকছে৫৫টি মুসলিম দেশ নিয়ে সৌদি জোট গঠন, ইয়েমেনকে ধ্বংস করে ফেলা, হুথি বিদ্রোহীদের দমন, সিরিয়া অভিযানে অংশ গ্রহণ, কাতারের বিরুদ্ধে অবরোধ, ইরানের সাথে উত্তেজনা এই সব বিষয়ে পর্যালোচনা করলে দেখা যায় বহিঃরাষ্ট্র থেকে সৌদি আরব আক্রমণ সময়ের ব্যাপার মাত্র


উপরিউক্ত বিষয় গুলো ব্যাখ্যা বিশ্লেষণ করলে দেখা যায় ইমাম মাহদীর আগমনের সময় ঘনিয়ে এসেছেএছাড়া ইমাম মাহদী আগমনের অন্যান্য যে নির্দেশনা আছে সেই গুলোর সবই ইতোমধ্যে পরিলক্ষিত হয়ে গেছেএই সব বিষয়ে অমুসলিমরা গবেষণা করে প্রস্তুতি শুরু করলেও আমরা মুসলমানরা ঘুমিয়ে আছিরাসূল সা: যখন শেষ জামানার সংবাদ দিতেন তখন বলতেন সময় খুব নিকটেসাহাবী গন ভাবতেন হয়তো সেই দিবস আগামীকাল থেকেই আসবেআর আমরা সেখানে এই ধারনা করে বসে আছি যে, এই সব ঘটনা এখনও হাজার বছর পর ঘটবেকিন্তু আমরা এটা ভুলে গেছি যে, রাসূল সা: এর আগমনের পর ইতোমধ্যে দেড় হাজার বছর অতিবাহিত হয়ে গেছেতবুও আমরা ঘুমাচ্ছি ... অমুসলিম সমাজ আর মুসলিম লেবাস ধারী প্রেতান্তারা আমাদের চোখে টেপ লাগিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে আর আমরা চোখ বন্ধ করে এখনও কোটি বছরের স্বপ্নে বিভোর আছিআজ, কাল বা পরশু সত্যিই ইমাম মাহদীর আগমন ঘটলে আমাদের মতো অজ্ঞান মুসলমানরাই আগে তার বিরোধিতা করবো এবং তারই বিরুদ্ধে যুদ্ধ করে এবং তাকে অস্বীকার করে নিজেদেরকে জাহান্নামে নিক্ষেপ করবোকারণ, তখনও আমরা এটাই ভাববো এতো ভণ্ডইমাম মাহদী আসবে কোটি বছর পরে

তাই সকল মুসলমানকে প্রাতিষ্ঠানিক শিক্ষার উপরে ধর্মীয় এবং শেষ জামানার বিষয়ে চিন্তা, গবেষণা ও জ্ঞান থাকা বাধ্যতামূলকযাতে ইমাম মাহদী, সঠিক পথ ও মত চিনতে ভুল না হয়

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.